Home ব্রেকিং মতলব উঃ উপজেলায় ১০নং ইউনিয়নে মায়া চৌধুরীর পক্ষে এান সয়হাতা,

মতলব উঃ উপজেলায় ১০নং ইউনিয়নে মায়া চৌধুরীর পক্ষে এান সয়হাতা,

SHARE

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে,করোনা ভাইরাস মহামারী সঙ্কট মোকাবেলায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ নং পুর্ব ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ৪০০ জন দুস্থ,দিনমজুর,শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
শনিবার (৯ মে ) সকাল ১০ টায়, মতলব উত্তর উপজেলাদিন ১০ নং ইউনিয়ন পুর্ব ফতেপুরে অসহায় দুস্থ, দিনমজুরদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, খেজুর,চিনি ও একটি করে সাবান, বিতরণ করা হয় ।
কার্যক্রম পরিচালনা করেন চেয়ারম্যান সাহেব এবং এলাকার যুব সমাজ , জনপ্রতিনিধি মোঃ লিয়াকত চৌধুরী বিবিসি লাইভ ২৪ কমকে বলেন আমি সকলের কাছে আহবান করছি আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন এবং সামাজিক আচরণবিধি মেনে চলুন, ১০ নং পুর্ব ফতেপুর ইউনিয়ন যুব সমাজের সহযোগীতায় আমরা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছি , আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্, ধন্যবাদ,“প্রধানমন্ত্রীর উপহার”

আজ মতলব উত্তরের ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নে ৪০০ অসহায়/কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

image_pdfimage_print