
গত ৯ই সেপ্টেম্বর চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ছাত্রলীগের কর্মী সভার আয়োজন করা হয়েছে, উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক আসফাক চৌধুরী মাহি, সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শরিফুল ইসলাম প্রধান, পরিচালনা ছিলেন সাব্বির আহম্মেদ।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ছাত্রলীগ কে সুসংগঠিত করতে ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই এই সভার উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে মাহি চৌধুরী বলেন জামাত বি এন পির নাশকতা সন্ত্রাসী ঠেকাতে ছাত্রলীগ কে মাঠে থাকতে হবে, মতলব ছাত্রলীগ ই জামাত বি এন পির জন্য যথেষ্ট, তিনি আক্ষেপ করে এটাও বলেছেন দল ক্ষমতায় থাকার পরও আমার ছাত্রলীগ এর ভাইরা হামলা মামলার শিকার, অনেক নেতাই স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগ এর নেতাদের উপর চড়াও হয় তিনি এর তীব্র নিন্দা জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান , চাঁদপুর জেলা ছাত্রলীগ এর সহ সভাপতি রিপন, রনি, ইহাম ও আদম আলী, উপ সম্পাদক-আফছার, শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি -জুয়েল, উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক প্রার্থী ছদরুল আমীন, ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।