Home ব্রেকিং মতলব উত্তরে আদুরভিটি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

মতলব উত্তরে আদুরভিটি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

36
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার  দক্ষিণ আদুরভিটি যুব সমাজের উদ্যোগে চিশতীয়া জামে মসজিদ প্রাঙ্গণে   ১৫ জানুয়ারি  রাতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান বক্তা ছিলেন মইনীয়া নজরুলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন,পীরজাদা মাওলানা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাধকপুরী আল-মাইজভান্ডারী (বুড়িচং কুমিল্লা)। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মুফতি  মারুফ বিল্লাহ আশেকী আল কাদেরী(পটুয়াখালী)। সভাপতিত্ব করেন চাঁন মিয়া মেম্বার।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি এবং মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ ঢালী কামরুজ্জামান হারুন, ছেংগারচর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শাহ আলম প্রধান,তৌহিদুল ইসলাম বাদল, শরীফ উল্লাহ দর্জি, নাসির উদ্দিন মাষ্টার, আব্দুস সোবহান খান,মুজাম্মেল হোসেন প্রধান।

মাহফিল পরিচালনা করেন চিশতীয়া জামে মসজিদের ইমাম  আলহাজ্ব আসলাম সরকার।

image_pdfimage_print