Home ব্রেকিং মতলব উত্তরে করফুল বেগমের খুনের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মতলব উত্তরে করফুল বেগমের খুনের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

36
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ও জেল পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মতলব উত্তর থানার এসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই মোঃ কাওসার হাসান, লিটন মিয়া, সাইফুল্লাহসহ বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে মতলব উত্তর থানার মামলা নং-০৩, তারিখ- ০৫/৫/২০১৪ইং (জিআর-৭৯/১৪), ধারা- ৩০২/৩৭৯ পেনাল কোড-এর মৃত্যুদন্ডপ্রাপ্ত ও জেল পলাতক আসামী মোখলেছুর রহমান(৩০)কে আটক করা হয়।

মোখলেছুর রহমান মতএব উত্তর উপজেলার ছেংগারচর এমএম কান্দির আব্দুর রশিদের ছেলে।
তাকে সোমবার গভীর রাতে ঢাকা কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর হতে রেলওয়ে পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

তার নামে আরো একটি গ্রেফতারী পরোয়ানা আছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, উক্ত আসামী পেনাল কোডের ৩০২ ধারার অধীনে ভিকটিম করফুল বেগমকে খুনের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং পেনাল কোডের ৩৭৯ ধারার অধীনে ভিকটিমের স্বর্ণালংকার ও মোবাইল সেট চুরি করার অপরাধে তিন বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত।

image_pdfimage_print