
কামরুজ্জামান হারুন:
মতলব উত্তরে গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ আগষ্ট বিকেলে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি শহীদ উল্লাহ প্রধান এর সভাপতিত্বে সহ-সভাপতি এবিএম শামসুল আলম মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ,সহ-সভাপতি সরকার আলাউদ্দিন,গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ।
বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক দেওয়ান মফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ডা: প্রভাত চন্দ্র ভৌমিক, ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি, সফিকুল ইসলাম ঢালী,শাহজাহান মৃধা, মোস্তফা খান, গোলাম হোসেন, মজিবুর রহমান, মুখলেছুর রহমান, কাউসার আহমেদ, দুলাল মোল্লা প্রমুখ।