Home ব্রেকিং মতলব উত্তরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা মানুষ কোন তথ্য...

মতলব উত্তরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা মানুষ কোন তথ্য জানতে চাইলে তাকে তা দিতে হবে . . . . . . . . তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি

44
0
SHARE

শামসুজ্জামান ডলার :
মতলব উত্তর উপজেলা পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
২৮জানুয়ারী সোমবার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শওকত ওসমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, তথ্য কমিশনারের একান্ত সচিব একেএম হেদায়েতুল ইসলাম। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও সচিব, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি বলেছেন, তথ্য অধিকার আইন সকল শ্রেনীর মানুষের জানার অধিকার রয়েছে। মানুষ যে কোন তথ্য জানতে চাইলে নিয়মনুযায়ী তাকে তথ্য দিতে হবে। মানুষের যে জানার অধিকার রয়েছে, সে সম্পর্কে মানুষকে জানাতে হবে। জনগন নিয়মনুযায়ী তা জানতে পারবে।

image_pdfimage_print