Home ব্রেকিং মতলব উত্তরে মানসিক প্রতিবন্ধী টেলি আক্তার কে খুঁজে পাওয়া যাচ্ছে না

মতলব উত্তরে মানসিক প্রতিবন্ধী টেলি আক্তার কে খুঁজে পাওয়া যাচ্ছে না

43
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ
মানসিক প্রতিবন্ধী মধ্যবয়সী এক নারী, নাম টেলি আক্তার। বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ মিলারচর গ্রামে। বসবাস করতেন সেখানেই। বাবা মৃত জয়নাল আবেদীন প্রধান এবং মা মৃত নাজমা খাতুন। এ বছরের ২১ জুলাই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভাই মানিক মিয়া সহ অন্যান্য স্বজনরা দীর্ঘ সময় আত্মীয়-স্বজন, হাসপাতাল, হাট বাজার সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর, মাইকিং কি না করেছেন। কিন্তু কোথাও টেলি আক্তারকে খুঁজে না পেয়ে অবশেষে ৩ আগস্ট মতলব উত্তর থানায় একটি হারানো ডায়েরী করা হয়েছে, ডায়েরি নং ৮৫।

আনুমানিক ৪১ বছর বয়সী এই টেলি আক্তার মুখ দিয়ে খুব বেশি কথা বলতে পারে না। মাথার চুল ছোট ছোট, পরনে ছিল ছাপা কাপড়ের থ্রি-পিস। উচ্চতা আনুমানিক ৫ ফুটের কিছু বেশি, শারীরিক গঠন হালকা- পাতলা, গায়ের রং ফর্সা এবং মুখমন্ডল গোলাকার।

কোন হৃদয়বান ব্যক্তি যদি টেলি আক্তার এর সন্ধান পেয়ে থাকেন তবে ০১৬২৯- ২৯ ৭২ ৩০ নম্বরে যোগাযোগ করতে বিনীত ভাবে অনুরোধ করেছেন তার ভাই মানিক মিয়া।

image_pdfimage_print