
শামসুজ্জামান ডলার :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকায় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ উচা রাস্তা থেকে সেচ ক্যানেলের পানিতে পরে যায়।
২৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯টার দিকে ঢাকা মেট্রো – (গ) ১৫-০২৮১ প্রাইভেট কারটি যাত্রী সহ ক্যানেলে পরে। কারটি ঢাকা থেকে মতলব উত্তর হয়ে নোয়াখালীর উদ্যেশ্যে যাচ্ছিল। এ গাড়িটি লাশ বাহী গাড়ির বহরে ছিল। এ ঘটনায় যাত্রীরা অক্ষত আছে বলে স্হানীয়রা জানায়।
তবে সেচ ক্যানেলে পানি কম থাকার কারনে যাত্রীরা বেঁচে যায়। স্হানীয়রা বলছেন ঐ সময় হালকা বৃষ্টি ছিল, সড়কে যানবাহন চলাচল ছিল কম, চালকের চোখে ঘুম থাকার কারনেই এ দূর্ঘটনা হয়।
ছবি ক্যাপশন: মতলব উত্তর ঠেটালিয়া নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেটকার যাত্রীসহ বেড়িবাঁধের রাস্তা থেকে সেচ ক্যানেলে পরে যায়।