Home ব্রেকিং মতলব উত্তরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে মনজুর আহমদ প্রধান মন্ত্রী...

মতলব উত্তরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে মনজুর আহমদ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাফল্যে একটি বছরের প্রথম দিন বই দেয়া

42
0
SHARE

শামসুজ্জামান ডলার ও জহিরুল ইসলাম মিন্টুঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৯-এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে এ উৎসব পালিত হয়ে আসছে। উৎসব উদ্বোধনকালে মনজুর আহমদ বলেন, পাঠ্যপুস্তক প্রস্তুত করা, বিতরণ ও সময়মত সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া শিক্ষাক্ষেত্রে সর্ববৃহৎ কার্যক্রম। পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাফল্যে একটি বছরের প্রথম দিন বই দেয়া।
উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেলহক, ওয়ালী উল্লাহ, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন, এসএমসি’র সদস্য নুরুল আমিন বোরহান, রূপালী বেগম’সহ অন্যান্য অতিথিবৃন্দ।

image_pdfimage_print