
শামসুজ্জামান ডলার ও জহিরুল ইসলাম মিন্টুঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৯-এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে এ উৎসব পালিত হয়ে আসছে। উৎসব উদ্বোধনকালে মনজুর আহমদ বলেন, পাঠ্যপুস্তক প্রস্তুত করা, বিতরণ ও সময়মত সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া শিক্ষাক্ষেত্রে সর্ববৃহৎ কার্যক্রম। পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাফল্যে একটি বছরের প্রথম দিন বই দেয়া।
উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেলহক, ওয়ালী উল্লাহ, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন, এসএমসি’র সদস্য নুরুল আমিন বোরহান, রূপালী বেগম’সহ অন্যান্য অতিথিবৃন্দ।