Home জাতীয় মতলব উত্তরে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন-.ইউএনও আশরাফুল হাসান

মতলব উত্তরে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন-.ইউএনও আশরাফুল হাসান

45
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর)বিকালে উপজেলার ঘনিয়ারপারাস্ত শেখ রাসেল (প্রস্তাবিত) মিনি স্টেডিয়ামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং স্থানীয় মুসা বেপারী, বজলুল গনি, বিদ্যুৎ চন্দ্র শীল, মমিনুল ইসলাম, আমির হোসেন মোল্লা, বজলু ঢালী, মিজান মোল্লা, নাসির মোল্লা ও সাগর প্রধান আয়োজিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক চান মিয়া বেপারী, ঘনিয়ারপার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার আব্দুল ওয়াদুদ মাস্টার, সাবেক কমিশনার মুজিবুর রহমান প্রধান, ছেংগারচর পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন প্রধান প্রমুখ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার নির্দিষ্ট সময়ে এক এক গোলে খেলা ড্র থাকলে খেলা ট্রাইবেকারে গড়াই। ট্রাইবেকারে ছেংগারচর কিংস ইলেভেন একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে দশানী ফুটবল একাদশ এর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন সালাউদ্দিন এবং সহকারি রেফারি দায়িত্ব পালন করেন বজলুল গনি ও বিদ্যুৎ চন্দ্র শীল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুটবল নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা। এই খেলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও উন্নতি করছে। কিছুদিন আগেই মেয়েরা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এই সরকারের আমলে দেশে খেলাধুলার ব্যাপক উন্নয়ন ঘটেছে। শিক্ষার্থীদের জন্য শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।

উল্লেখ্য, ১৬টি দল নিয়ে নকআউট ভিত্তিতে এই মাঠে পঞ্চম বারের মতো এই শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

image_pdfimage_print