Home ব্রেকিং মতলব উত্তরে সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ স্মরনে মিলাদ দোয়া ও খাবার বিতরণ

মতলব উত্তরে সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ স্মরনে মিলাদ দোয়া ও খাবার বিতরণ

30
0
SHARE

মাইজভান্ডার দরবার শরীফের দিকপাল, ইমামে আহলে

সুন্নাত,শাইখুল ইসলাম, হুজুর গাউছুল ওয়ারা সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীস্মরনে মতলব উত্তরের গজরা রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকায় আলোচনা সভা,মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী (মাজিআ)নির্দেশে ৩০ এপ্রিল বিকেলে সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ
চন্দ্র বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার শাহ মোঃ কামরুজ্জামান হারুন।

মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ নুর হোসেন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ নুরে আলম সরকার,গজরা ইউনিয়ন আন্জুমান কমিটির সভাপতি সহিদ উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন।

উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, গজরা ইউনিয়ন আন্জুমান কমিটির আব্দুল বারেক,আবুল হোসেন প্রধান, আব্দুল জলিল মেম্বার,শাহ আলম প্রধান,কালা প্রধান,কামাল হোসেন, গজরা ইউনিয়ন যুব ফোরামের সভাপতি খোরশেদ খান, সেকান্দর প্রধান, মোহনপুর ইউনিয়ন যুব ফোরামের সাধারণ সম্পাদক মনসুর দেওয়ান, ছেংগারচর পৌর যুব ফোরামের সদস্য হ্রদয় প্রধান,মহিন দেওয়ান, ফরহাদ হোসেন দর্জি প্রমুখ।

image_pdfimage_print