Home রাজনীতি মতলব উত্তরে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের  কমিটি গঠন

মতলব উত্তরে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের  কমিটি গঠন

44
0
SHARE
Exif_JPEG_420

শামসুজ্জামান ডলারঃ

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের চাদঁপুর জেলার মতলব উত্তর  উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে  সভাপতি পদে গাজী  জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. মঞ্জুর আলম এবং সাংগঠনিক পদে আব্দুল লতিফ বিজয়ী হয়েছে।
গতকাল সোমবার(৩১অক্টোবর) দুপুরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

এতে সভাপতি পদে গাজী জসিম উদ্দিন পেয়েছে ২৬ ভোট, তার প্রতিদন্ধী প্রার্থী  মামুনুর রশীদ পেয়েছে ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মঞ্জুর আলম পেয়েছে ২৫ ভোট, তার প্রতিদন্ধী প্রার্থী অজিত কুমার পেয়েছে ২০  ভোট।  সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ পেয়েছে ২৮  ভোট ও তার প্রতিদন্ধী প্রার্থী মেহেদী  হাসান ১৭ পেয়েছে ভোট।  উল্লেখ্য, মোট ভোটার সংখ্যা ৪৫ টি। প্রতিটি ভোটার ৩ টি করে ভোট প্রয়োগ করেছে।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন ডা. আহসান হাবিব, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন  স্বাস্থ্য পরিদর্শক খলিলুর রহমান এবং সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন  স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র সরকার ।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, চাদঁপুর জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি দেওয়ান মো. মাসুদুর রহমান,  সাধারণ সম্পাদক জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক  আমীর  বাসার, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সাবেক সভাপতি মিজানুর রহমান,  কামাল হোসেন খান, আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি, সেলিনা আক্তার, জসিম উদ্দিন, আহসান উল্লাহ প্রমুখ।

image_pdfimage_print