Home ব্রেকিং মতলব উত্তরে ১০টাকা কেজি চাল পেয়ে মহা খুশি হতদরিদ্র মানুষরা

মতলব উত্তরে ১০টাকা কেজি চাল পেয়ে মহা খুশি হতদরিদ্র মানুষরা

34
0
SHARE

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল পেয়ে মহা খুশি হয়েছে হতদরিদ্র মানুষ। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ১, ২, ৩, ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের আংশিক দিয়ে মোট ৫টি ওয়ার্ডের ৪শ’ ৫জন সুফলভোগী পরিবার রয়েছে। ১০ টাকা কেজি দরে চাউল কিনতে পেরে মহা খুশিতে এই দরিদ্র পরিবারের সদস্যরা।
উপকারভোগীরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলে কথা বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এর অঙ্গীকার ভঙ্গ করে না। তাই বর্তমান আওয়ামীলীগ সরকার হতদরিদ্রদের ৩শ’ টাকায় ৩০ কেজি চাউল ক্রয় করার মহা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। উনি বাঁচলে আমরা দারিদ্র পরিবার বাঁচবো।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন- ডিলার মো. শাহজালাল’সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

image_pdfimage_print