
শামসুজ্জামান ডলার ঃ ৪৮ তম শীতকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগীতার ক্রিকেটের ফাইনালে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে পরাজিত করে ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। খেলায় প্রথমে ব্যাট করে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় নির্ধারিত ১০ ওভারে ৭০ রান সংগ্রহ করে। জবাবে ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয় ৪ বল বাকী থাকতে ৭ উইকেট হারিয়ে বিজয় নিশ্চিত করে।
৭ জানায়ারী সোমবার বিকালে মতলব উত্তর উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আম্পয়ারের দায়িত্বে ছিলেন পাঁচানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম ও লুধুয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জানিবুল হক এবং তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন নাউরী আম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আক্তার হোসেন। ধারাবর্ননায় ছিলেন সাংবাদিক কামরুজ্জামান হারুন এবং স্কোরারের দায়িত্বে ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু বিদ্যাভুষন রায়।
খেলায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একে আজাদ, সহ-সাধারন সম্পাদক শামসুজ্জামান ডলারসহ উপজেলার কয়েকটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।