
শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ডেংগুর এডিস মশা যাতে জন্মাতে না পারে সে জন্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের উদ্বুদ্ধ করতে উপজেলার দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় এলাকা, মোহনপুর বাজার ও মোহনপুর লঞ্চঘাট এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলে।
এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি)শুভাশিস ঘোষ, মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়েরর অধ্যক্ষ এটিএম ফেরদৌস, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ওসি নাসির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, স্কুল পরিচালনা কমিটির অন্যতম সদস্য নুরুজ্জামান, নৌ-পুলিশের সদস্য, স্কাউট সদস্যসহ অন্যান্য পেশার লোকজন উপস্থিত ছিলেন।