
শামমুজ্জামান ডলার : ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭৫ জন উত্তীর্ণ হয়েছে । পাসের হার ৯০.১৬%।
দুইটি গোল্ডেন এ+ সহ মোট ১৩ জন এ+ পেয়েছে এবং এ গ্রেড পেয়েছে ৯৫ জন।
এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-
আঁখি আক্তার ( গোল্ডেন এ+ ), জেরিন দেওয়ান মীম (গোল্ডেন এ+), মোঃ সিয়াম হোসেন খান, মোঃ মাহবুব হাসান, মোঃ রাকিব হোসেন, মোঃ শাওন হোসেন, হালিমা আক্তার, লিজা আক্তার, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তাসফিয়া আক্তার, ফাতেমা তুজ জোহরা, আমিনা আক্তার।
স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানায়, স্কুলটি বরাবরই ভাল ফলাফল করে আসছে। তবে এবারের ফলাফল অপেক্ষাকৃত আরো ভাল। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকপূর্ন পাঠদান ও স্কুল পরিচালনা কমিটির সহযোগীতার কারনেই এই ভাল ফলাফল।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী পাপ্পু জানায়, শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমের কারনেই ভল ফলাফল। তবে অভিভাবকরাও সন্তানদের লেখাপড়ার বিষয়ে এখন খুবই আন্তরিক।