Home ব্রেকিং মতলব উত্তর নবাগত পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজারের যোগদান

মতলব উত্তর নবাগত পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজারের যোগদান

39
0
SHARE

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তরে নবাগত আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম যোগদান করেছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) তিনি যোগদান করার পর দুপুরে চাঁদপুর—২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আমার বাড়ি আমার খামার প্রকল্প নিয়ে ও এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয়।
এসময় নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটি একটি বাড়ি একটি খামার নামে শুরু করেছিল। বর্তমানে এটি পল্লী সঞ্চয় ব্যাংক নামে চলছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধিতেও প্রকল্পটি অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি প্রকল্পই মানব কল্যাণকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এই প্রকল্পটি মতলব উত্তরে গ্রামে গ্রামে ও বাড়ি বাড়ি ব্যাপক আকারে ছড়িয়েছে। মানুষ ক্ষুদ্র লোন নিয়ে সাবলম্বী হচ্ছে। তাই এই প্রকল্পটি আরো গতিশীল করতে হবে। প্রকল্পটি গতিশীল করতে যারা কর্মরত আছেন সবাইকে আরো তৎপর হতে হবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

image_pdfimage_print