বুধবার, মার্চ ১২, ২০২৫
Home ব্রেকিং মতলব দক্ষিণে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি’র করোনা প্রতিরোধে উপকরণ বিতরণ

মতলব দক্ষিণে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি’র করোনা প্রতিরোধে উপকরণ বিতরণ

55
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ  মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন

রুহুল এমপি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন দপ্তরে করোনা প্রতিরোধে উপকরণ বিতরণ করা হয়।

৩০ মার্চ সকাল ১০টায় এমপি’র ব্যক্তিগত সহকারী
(এপিএস) অ্যাডভোকেট লিয়াকত আলী সুমনের মাধ্যমে এই উপকরণগুলো বিতরণ করেন।করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব
দক্ষিণ থানা পুলিশ, মতলব পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে পার্সোনাল প্রোক্টেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড্রারাব (হেক্সিসল),
ফেস মাস্ক, হাত ধোয়ার সাবান, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গøাভস, ক্যাপ প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার প্রতিটি দপ্তরের প্রধান কর্মকর্তার নিকট পৃথক পৃথক ভাবে এই উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ
সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, সদস্য গোলাম মোস্তফা, পৌর কৃষকলীগের আহবায়ক গোলাম হায়দার মোল্লা, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি সোলাইমান প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print