Home ব্রেকিং মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

42
0
SHARE

শামসুজ্জামান ডলার ঃ মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শোক রেলী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। রেলীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, স্কাউট সদস্যরা অংশগ্রহন করেন।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) নুশরাত শারমিন, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান,  মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, শিক্ষা অফিসার একেএম শহিদুল হক, সমবায় অফিসার মুখলেছুর রহমান, সমাজ সেবা অফিসার রুহুল আমিন প্রমুখ।

পরে জাতির জনকের রুহের আত্নার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

image_pdfimage_print