Home রাজনীতি মতলব দক্ষিনে জেলেদের মাঝে উপকরণ বিতরণ

মতলব দক্ষিনে জেলেদের মাঝে উপকরণ বিতরণ

41
0
SHARE

মতলব দক্ষিন প্রতিনিধিঃ বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব দক্ষিন উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমুলক কর্মসূচির উপকরন(ছাগল) বিতরণ করা হয়েছে।

আজ ১৮ জুন শনিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর -২(মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মৎস্য বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার, জেলা মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। এছাড়াও বক্তব্য রাখেন ওসি(তদন্ত) মোঃ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা সিনিয়র মৎস্য সাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান ফেসদৌসি বেগম রুনু, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ফতেপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print