
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ভূমিকম্প ও সুনামি আক্রান্ত তোহুকু অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য পদত্যাগ করেছেন জাপানের অলিম্পিক মন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা (৬৯)। আর তার মতো ভুল ব্যক্তিকে নিয়োগ দেয়ায় দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেও ক্ষমা চেয়েছেন। ইয়োশিতাকা সাকুরাদার পরিবর্তে ওই পদে আগে দায়িত্বে থাকা সুনিচি সুজুকিকে পুনর্বহাল করা হয়েছে।
ফুকুশিমায় পারমাণবিক প্ল্যান্টের কাছে হওয়া ২০১১ সালের ওই সুনামিতে ২০ হাজার লোক মারা যায়। ইয়োশিতাকা সাকুরাদা ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্বিকের দায়িত্বে ছিলেন। এর আগেও বিতর্কিত মন্তব্য ও কাজ করে ক্ষমা চেয়েছিলেন তিনি। সংসদের আসতে তিন মিনিট দেরি করায়ও ক্ষমা চাইতে হয়েছিল তাকে।
ইয়োশিতাকা সাকুরাদা বলেন, আমি দুর্যোগ কবলিত মানুষদের আহত করায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমার মনে হয়েছিল আমাকেই এর দায়িত্ব নিতে হবে এবং তাই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।
শিনজো অ্যাবে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি ক্ষমা চাইছি। তাকে নিয়োগ দিয়ে আমিই ভুলটা করেছি। সূত্র: জাপান টাইমস