Home ব্রেকিং মাদক ছাড়ো কলম ধরো, খেলা ধরো জীবন গড়ো :- আলহাজ্ব আবুল হাসেম...

মাদক ছাড়ো কলম ধরো, খেলা ধরো জীবন গড়ো :- আলহাজ্ব আবুল হাসেম রতন।

39
0
SHARE

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শুক্রবার সন্ধ্যার পরে নারায়ণগঞ্জে সোনারগাঁও সনমান্দী ইউনিয়নে ফতেপুর দরিকান্দি ক্রিকেট শার্ট পিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আবুল হাসেম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য হাজী ফয়জুল হক, ২নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

এসময় হাজী আবুল হাসেম রতনের বক্তব্যে বলেন, “মাদক ছাড়ো কলম ধরো,খেলা ধরো জীবন গড়ো, শিক্ষা,সাংস্কৃতি খেলাধুলা সবার” এই স্লোগানকে সামনে রেখে আমাদের সমাজকে মাদকমুক্ত করতে হবে। ভবিষ্যতে তোমরা আমাদেরকে এরচেয়ে বড় খেলা উপহার দিবে। তোমাদের এরকম খেলাধুলার জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।

এসময় খেলায় সনমান্দী ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের খেলোয়াড়রা ১নং ওয়ার্ডের খেলোয়ারদের কে পরাজিত করে বিজয়ী হন।

image_pdfimage_print