
ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানী ও আগুনে পুড়িয়ে হত্যা মামলায় অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ এস এম সিরাজ উদদৌলা (ইনডেক্স নং ৩০৪১১১) এর এম পি ও স্থগিত করা হয়েছে এবং নুসরাতকে আগুনে দিয়ে পুড়িয়ে হত্যার সাথে জড়িত ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী বিষয়ের প্রভাষক জনাব আফসার উদ্দীন (ইনডেক্স নং ২০৩০৫০৮) এর এম পি ও-ও স্থগিত করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এই সংক্রান্ত এক নথি অনুমোদন করেন।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এম পি ও নীতিমালা ২০১৮ এর অনুচ্ছেদ -১৮ এর উপানুচ্ছেদ ১৮.১, ১৮.২ এর আলোকে তাদের এম পি ও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য- অধ্যাক্ষ সিরাজ উদদৌলা এবং প্রভাষক আফসার উদ্দিন এ হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন।