Home জাতীয় “মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা”

“মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা”

38
0
SHARE

ক্যাম্পাস প্রতিবেদক : দীর্ঘদিনের দাবি আদায় না হওয়ায় মাধ্যমিক স্কুলের শিক্ষকরা রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। গত ২০ মার্চ,২৩ সোমবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি এ ঘোষণা দেয়। আসন্ন ঈদুল ফেতরের পূর্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করন করে শিক্ষক- কর্মচারীদের পূর্নাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানানে হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, সরকারি বেসরকারি নির্বিশেষে সবার বেতন স্কেলে বৈষম্য দূর করা, অবসর গ্রহণের যাবতীয় প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূরীকরণ, কল্যান ট্রাস্টের যথাযথ কার্যকর পরিচালনাসহ বিবিধ দাবী উত্থাপন করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন অতিদ্রুত তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ জুন থেকে তারা লাগাতার ধর্মঘটে যাবেন।

image_pdfimage_print