
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট জনাব শেখ কবির হোসেন-এর নেতৃত্বে বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মাহবুবুর রহমান, চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী এবং নিজাম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ইং তারিখে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এম পি, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম পি-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শেখ কবির হোসেন-বিআইএ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং বীমা শিল্পের বিভিন্ন প্রকার চলমান সমস্যাদি উপস্থাপন করেন। পরবর্তীতে জনাব পি. কে. রায়, এফসিএ (১) নন-লাইফ বীমায় সকল শ্রেনীর নৌ-কার্গো, নৌ-হাল, বিবিধ বীমাসহ বীমা সেবার পুনঃবীমাযোগ্য সকল প্রিমিয়াম রেমিটেন্সের উপর ভ্যাট (মূসক) কর্তন অব্যাহতি (২) পুনঃবীমা কমিশনের বিপরীতে ১৫% উৎসে মূল্য সংযোজন কর আদায় বা কর্তন বিলুপ্তি ও (৩) আয়কর আইন- ২০২৩-এর উৎসে কর কর্তন বিলুপ্ত করন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। মোঃ ইমাম শাহীন, মোঃ জালালুল আজিম, মিজ ফারজানা চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রথম ভাইস-প্রেসিডেন্ট চলমান স্বাস্থ্য বীমা, ডিজিটাল ষ্ট্যাম্প ও ডিজিটাল স্বাক্ষর সম্পর্কিত বিষয় ও বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন। প্রেসিডেন্ট মহোদয় এ সম্পর্কিত একটি পত্র মাননীয় অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট হস্তান্তর করেন। মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী গভীর মনোযোগ সহকারে বীমা খাতের চলমান সমস্যাবলী শুনেন এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এর নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং বীমা সেক্টরের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেন।
বিআইএ -এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন-এর নেতৃত্বে মোজাফফর হোসেন পল্টু, সদস্য, নির্বাহী কমিটি, বিআইএ, মাহবুবুর রহমান, চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, নিজাম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাসির উদ্দিন আহমেদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট, বিআইএ, মজিবুল ইসলাম, সদস্য, নির্বাহী কমিটি, বিআইএ, পি. কে. রায়, এফসিএ, উপদেষ্টা, রুপালী ইন্স্যুরেন্স, বি এম ইউসুফ আলী, সদস্য, নির্বাহী কমিটি, বিআইএ, মোঃ জালালুল আজিম, সদস্য, নির্বাহী কমিটি, বিআইএ, মিজ ফারজানা চৌধুরী, সদস্য, নির্বাহী কমিটি, বিআইএ, মোঃ ইমাম শাহীন, সদস্য, নির্বাহী কমিটি, বিআইএ ছাড়াও মহাসচিব নিশীথ কুমার সরকার এবং সেক্রেটারী মোঃ ওমর ফারুক, এনডিসি উপস্থিত ছিলেন