
শামসুজ্জামান ডলার ঃ
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে গতানুগতিক শিক্ষা কাজে আসবেনা তাই প্রয়োজন মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
রবিবার মতলব উত্তর উপজেলার দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনে প্রান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, ডেঙ্গুর বিষয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে আপনার আশেপাশে ডেঙ্গু জন্মাতে পারে এমন সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যাতে ডেঙ্গু মশার জন্ম না হয়।
দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহম্মদের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির অন্যতম সদস্য নুরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি)শুভাশিস ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারর সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম ফেরদৌস আহম্মেদ।
আলোচনা সভার পরপর অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।