Home ক্যাম্পাস খবর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে নতুনদের বরণ বিদায়ী ছাত্রদের সংবর্ধনা ও সেমিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে নতুনদের বরণ বিদায়ী ছাত্রদের সংবর্ধনা ও সেমিনার

43
0
SHARE

পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে ফল ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ, বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, নতুন-পুরাতনদের দিয়ে গেট টুগেদার এবং “ভাইভা ভসি অ্যান্ড জব ইন্টারভিউ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর (মঙ্গলবার) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের  সেমিনার হলে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীরা গান, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক পরিবেশন করেন।

বর্ণাঢ্য এ আয়োজন উপলক্ষে রং-বেরংয়ের বেলুন, ফেস্টুন, পোস্টার ও নজরকাড়া সব ডিজাইনে সাজানো হয় অনুষ্ঠান স্থল। অনুষ্ঠানের প্রথম অংশে “ভাইভা ভসি অ্যান্ড জব ইন্টারভিউ” শীর্ষক সেমিনারের মুখ্য আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আহমেদ মাহবুব-উল-আলম। ইংলিশ ক্লাবের আয়োজনে  সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী  অধ্যাপক ফারজানা জামান।

ইংরেজি বিভাগের লেকচারার সায়ীদা তারতিলা সানজিদার উপস্থাপনায় অন্যদের মাঝে আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক তাসমিয়া মোসলেহউদ্দীন, সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, মো. ইহসানুল ইসলাম খান প্রমুখ। এছাড়া ইংলিশ ক্লাবের পক্ষ থেকে গুলশান ক্যাম্পাসে ক্লাবের প্রেসিডেন্ট আশফাক রহমান ও স্থায়ী ক্যাম্পাসে ক্লাবের প্রেসিডেন্ট এলমা সরকার বক্তৃতা করেন।

পরে ফল ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া ইংরেজি বিভাগের নবাগত ছাত্র—ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ ও বিদায়ী ব্যাচের ছাত্র—ছাত্রীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। সবশেষে নতুন—পুরাতন ছাত্রীদের নিয়ে এক বর্ণিল  গেট টুগেদার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের প্রধান রফিকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন—সহ বিভাগের ছাত্র—ছাত্রী ও শিক্ষক—কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print