
পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমআইইউ সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এমআইইউ স্পোর্টস ক্লাব এ খেলার আয়োজন করে।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার (ইনচার্জ) হাফিজুল ইসলাম মিয়া ও রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাব (গুলশান ক্যাম্পাস) এর মডারেটর মো. নুরুল হুদা রাজিব, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাব (পার্মানেন্ট ক্যাম্পাস) এর মডারেটর সাইদ ইসলাম, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, ডেপুটি ডিরেক্টর জামাল হোসাইন, স্পোর্টস ক্লাবের সভাপতি সুমন লিয়ন প্রমুখ।
স্পোর্টস ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে ৮টি দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় বিজনেস ডিপার্টমেন্ট এর টিম ‘বিবিএ ফাইটার্স ৫৬’। রানারআপ হয় ইসলামিক স্টাডিজ বিভাগের ক্রিকেট টিম ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ রানারআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পদক তুলে দেন।