Home খেলাধূলা মার্তিনেসের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সেভ মনে করিয়ে দিয়ে শিরোপার কাছে সিটি 

মার্তিনেসের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সেভ মনে করিয়ে দিয়ে শিরোপার কাছে সিটি 

284
0
SHARE

ম্যাচের ৮৬ মিনিটের খেলা চলছে। ম্যানচেস্টার সিটি তখন ১-০ গোলে এগিয়ে। এমন সময় সিটির বদলি গোলকিপার স্তেফান ওরতেগাকে একা পেয়ে যান টটেনহাম ফরোয়ার্ড হিউন-মিন-সন। কিন্তু তাড়াহুড়ো করে শট নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন কোরিয়ান তারকা। সনের শট অনেকটা এগিয়ে আসা ওরতেগা ডান পা ছড়িয়ে দিয়ে সেভ করেন। গোল বঞ্চিত হয় টটেনহাম। হাফ ছেড়ে বাঁচে সিটি।

ওরতেগার এ সেভ দেখে অনেকের ২০২২ বিশ্বকাপের ফাইনালে এমিলিয়ানো মার্তিনেসের সেভের কথা মনে পরেছে। ৩-৩ সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানির শট পা দিয়ে ঠেকিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান আর্জেন্টাইন গোলকিপার।

গতকাল ওরতেগার সেভটাও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না। সনের শটটি গোল হলে ম্যাচে সমতায় ফিরত টটেনহাম। আর ম্যাচ সমতায় শেষ হলে শীর্ষে ওঠা হতো না সিটির। সে কারণেই ওরতেগার সেভের পর ডাগআউটে থাকা পেপ গার্দিওলা মাথায় হাত দিয়ে বসে যান।

বলতে গেলে যে সেভ সিটির প্রিমিয়ার লিগের শিরোপা রক্ষা করছে, সেটার উত্তেজনার পারদ যে একটু বেশিই হবে, এটা গার্দিওলাকে দেখেই বোঝা যায়। সিটি অবশ্য শেষ মুহূর্তে আরেকটা গোল পেয়েছে। ২-০ গোলের জয়ে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠল গার্দিওলার দল।

লিগের শেষ ম্যাচে আগামী রোববার ওয়েস্টহামের মুখোমুখি হবে সিটি। সে ম্যাচে জিতলেই টানা চতুর্থ লিগ শিরোপা জিতবে গার্দিওলার শিষ্যরা।

গতকাল টটেনহাম-সিটির ম্যাচে সবচেয়ে বেশি নজর ছিল বোধহয় আর্সেনাল সমর্থকদের। কোনো কারণে সিটি পয়েন্ট হারালেই শিরোপার পথ খুলে যেত মিকেল আরতেতার দলের। সিটি হারলে তো কথাই নেই, ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে যেত আর্সেনাল। কিন্তু সিটি পা হড়কায়নি। মৌসুমের টানা অষ্টম জয় তুলে শীর্ষে ফিরেছে। শেষ ম্যাচে সিটি পয়েন্ট হারালেই কেবল শিরোপা জয়ের সুযোগ থাকবে আর্সেনালের।

৩৭ ম্যাচ শেষে সিটির ৮৮ পয়েন্টের বিপরীতে আর্সেনালের পয়েন্ট ৮৬। গার্দিওলার দল কাল পূর্ণাঙ্গ তিন পয়েন্ট পাওয়ায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা নিশ্চিত হয়েছে অ্যাস্টন ভিলার। অর্থাৎ পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবেন মার্তিনেসরা।

image_pdfimage_print