Home জাতীয় মালিকের গাফিলতিতে প্লাস্টিক কারখানায় আগুন: স্বাস্থ্যমন্ত্রী

মালিকের গাফিলতিতে প্লাস্টিক কারখানায় আগুন: স্বাস্থ্যমন্ত্রী

36
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মালিকের গাফিলতির কারণেই কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন গেলেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ দিতে হবে মালিকপক্ষকে। এই ক্ষতিপূরণ আদায়ে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের অবস্থা পরিদর্শন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দগ্ধদের সবার অবস্থাই খু্ব ক্রিটিক্যাল। দুয়েকজন ছাড়া সবারই ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। ইতিমধ্যে ঢামেকের বার্ন ইউনিট থেকে ১১ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

মন্ত্রী বলেন, রাষ্ট্র এখন দগ্ধদের চিকিৎসা দিচ্ছে।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। দগ্ধ আরও অন্তত ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন মৃত্যুবরণ করেছেন।

image_pdfimage_print