
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের সঙ্গে ফুলেল সোমবার শুভেচ্ছা বিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানান।
এ সময় মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়র ভূমি অধিগ্রহণ, মাস্টার প্ল্যান বাস্তবায়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সার্বিক অগ্রযাত্রায় মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ মন্ত্রীর নির্বাচনী এলাকা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।