Home রাজনীতি ‘মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনা দু-হাত ভরে দিয়েছেন’

‘মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনা দু-হাত ভরে দিয়েছেন’

37
0
SHARE

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, মুক্তিযোদ্ধারা কিছু চাননি, তারপরও বঙ্গবন্ধু এবং তাঁর কন্যা শেখ হাসিনা দু-হাত ভরে তাদের দিয়েছেন। তিনি (শেখ হাসিনা) যতদিন ক্ষমতায় থাকবেন, মুক্তিযোদ্ধাদের এভাবেই দিয়ে যাবেন। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে চার শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে সম্মাননা স্মারক ও শাল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানে

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে সম্মাননা স্মারক ও শাল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানে

এই আয়োজনে চাঁদপুরে মুক্তিযুদ্ধকালে কমান্ডার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে জেলা পরিষদ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বঙ্গবন্ধুর ডাকে সেদিন মুক্তিযুদ্ধে মরার জন্য গিয়েছি, কিছু পাওয়ার জন্য যাইনি। সেদিন শুধু চেয়েছি অস্ত্র আর গুলি। শহিদ হতে চেয়েছি, দেশকে স্বাধীন করতে চেয়েছি। একটা বন্দুকের জন্য মাসের পর মাস ঘুরেছি; কিন্তু একটা বন্দুক পাই নাই।

তিনি বলেন, ৩০ লাখ শহিদের রক্তে অর্জিত আমাদের এই ভৌগোলিক ভূখণ্ড। এত অল্প সময়ে দেশের স্বাধীনতার জন্য পৃথিবীর কোনো দেশে এত মানুষকে জীবন দিতে হয়নি।

সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের একাংশ

সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের একাংশ

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী। বি‌শেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উদ্দিন আহ‌মেদ, ফ‌রিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল খা‌য়ের পাটওয়ারী, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ‌্যাড‌ভোকেট জ‌হিরুল ইসলাম, এফএফ কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এফএফ কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা মু‌জিবুর রহমান মজুমদার, বীর মু‌ক্তি‌যোদ্ধা অজিত সাহা, জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের ডেপু‌টি কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা ইয়াকুব আল‌ী মাস্টার, বীর মু‌ক্তি‌যোদ্ধা মহ‌সিন পাঠান প্রমুখ।

এদিকে সংবর্ধনা সভায় আসা সকল মুক্তিযোদ্ধাকে ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

image_pdfimage_print