Home ব্রেকিং মু‌ন্সীগ‌ঞ্জের ট্রলার ডু‌বির ঘটনায় মতলব উত্ত‌রের মেঘনা থে‌কে ১টি লাশ উদ্ধার

মু‌ন্সীগ‌ঞ্জের ট্রলার ডু‌বির ঘটনায় মতলব উত্ত‌রের মেঘনা থে‌কে ১টি লাশ উদ্ধার

37
0
SHARE

শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর):
মুন্সীগ‌ঞ্জের গজা‌রিয়ায় মা‌টির ট্রলার দুর্ঘটনায় ২০ জানুয়ারী র‌বিবার বেলার ১২ টার দি‌কে মতলব উত্তর উপ‌জেলার ষাটনল লঞ্চঘাট সংলগ্ন এলাকা থে‌কে এক‌টি মৃত‌দেহ উদ্ধার করা হয়।

র‌বিবার সকাল থে‌কেই লা‌শের সন্ধা‌নে মতলব উত্তর উপ‌জেলার মেঘনা নদীর ষাটনল থে‌কে অা‌মিরাবাদ পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার অঞ্চল চ‌ষে বেড়া‌নো হ‌চ্ছে।

নদী‌তে লা‌শের সন্ধা‌নে মতলব উত্তর উপ‌জেলার (অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বের) উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শা‌হিদুল ইসলাম এর নেতৃ‌ত্বে উপ‌জেলা প্রশাসন, মতলব উত্তর থানার অ‌ফিসার ইনচার্জ ক‌বির হো‌সে‌নের নেতৃ‌ত্বে থানা পু‌লিশসহ কোস্টগার্ড, ফায়ার সা‌র্ভিস, স্থানীয় ষাটনল ইউ‌পি চেয়ারম্যান শ‌রীফ উল্যাহ সরকারসহ মেঘনাপা‌ড়ের জনপ্র‌তি‌নি‌ধিরা কাজ কর‌ছেন।

image_pdfimage_print