
মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে দুর্ঘটানার হাত থেকে রক্ষ্যা পেলো ৮৫০ জন যাত্রীবাহি গ্রিন ওয়াটার-১০ নামের একটি লঞ্চ।
সোবমার রাতে লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। চরকিশোরগঞ্জে এলাকায় পৌছালে মেঘনা নদীর ঢেউয়ের তোড়ে লঞ্চে পানি উঠেপড়ে। অতঃপর লঞ্চসহ যাত্রীদের রক্ষায় তড়িঘড়ি করে লঞ্চটি নদীর চরে নোঙর করে চালক।
ঘটনার পরই বোগাদাদিয়া-৯ লঞ্চের মাধ্যমে আট শতাধিক যাত্রীকে নিরাপদে গন্তব্যে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান গণমাধ্যমকে এ খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই করার কারণে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। লঞ্চটিকে নদীর চরে নোঙর করা করা হয়েছিলো।