Home খেলাধূলা মেসি আজীবন বার্সেলোনাতেই থাকবেন, যদি..

মেসি আজীবন বার্সেলোনাতেই থাকবেন, যদি..

40
0
SHARE

বার্সেলোনার বর্তমান স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই ভক্তদের মধ্যে শঙ্কার মেঘ, আর্জেন্টাইন তারকা বুঝি তার প্রিয় ক্লাব ছাড়তে যাচ্ছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ।

উরুগুইয়ান ফরোয়ার্ড বলেছেন, মেসি তার প্রিয় ক্লাবেই আজীবন থাকবেন। তবে সে ক্ষেত্রে একটি শর্তের কথা বলেছেন সুয়ারেজ।

কী সেই শর্ত? সুয়ারেজ বলছেন, যদি বার্সা মেসিকে ধরে রাখতে চায়, তবে তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়া বজায় রাখতে হবে।

ইনজুরির কারণে এই মুহূর্তে মাঠের বাইরে সুয়ারেজ। একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা তারকা বলেছেন, ‘এটা বোধগম্য (মেসির বার্সা ছাড়ার আশঙ্কা)। কারণ এটাই সে বলেছে, আমদের এখন যা আছে তা দিয়ে আমরা যা চাই তা পাচ্ছি না। এটা নির্ভর করে ক্লাব কীভাবে খেলোয়াড় নিচ্ছে।’

তবে মেসি বার্সায় সুখী বলেই জানাচ্ছেন সুয়ারেজ, ‘মেসি এখানে খুবই সুখী। সে এখানে খুবই সুখী এবং এটা তার ঘর।’এরপরই বলছেন, ‘কী করতে হবে, ক্লাব যদি তা করে, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে হবে। তবেই এটা তার (মেসি) জন্য দারুণ হবে। সে এখানে সারা জীবন থাকবে। নিজেই সে (মেসি) এটা বলেছে।’

সুয়ারেজের আশা ক্লাব এই বার্তাটা বুঝবে এবং মেসিও বার্সেলোনাতেই থাকবেন।

image_pdfimage_print