
সোহেল আলমঃ আসন্ন পৌর নির্বাচনে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার ও তার আসে-পাশে এলাকাতে এই গণসংযোগ পরিচালনা করেন তিনি ও তাঁর অনুসারীরা। এসময় লায়ন আরিফ উল্যাহ সরকারকে বেশ উচ্ছাশিত দেখা যায়। তিনি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ হিসেবে বলবো, আমি একজন আওয়ামী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার পরিবারের সবাই বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত।
আমার বিশ্বাস ব্যাক্তি, রাজনৈতিক ও সামাজিক সকল দিক বিবেচনা করে দল আমাকে এই ছেংগারচর পৌর বাসী সেবা করার জন্য মনোয়ন দিবেন।
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন- পৌরবাসীর কাছে আমার একটি মেসেজ, পৌর জনগনই প্রকৃত মেয়র, আর মেয়র একজন সেবক মাত্র, আমি এই নীতিটাকে বাস্তবায়ন করতে চাই। শকল বাঁধা অতিক্রম করে প্রথম শ্রেনীর পৌরসভার মর্যাদা ফিরিয়ে দেওয়াই হবে আমার প্রথম চ্যালেঞ্জ। এই পৌরসভাটি হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি পৌরসভা।