
মোরেলগঞ্জ প্রতিনিধি : আসছে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নিরর্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপাজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামানের কাছে রোববার বেলা ১১টর দিকে পৃথক পৃথক ভাবে তারা মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।