
নির্বাচন কমিশন কর্তৃক মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমানের গেজেট প্রকাশিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক কর্তৃক ঐ গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পর তার চেয়ারম্যান পদে আর কোনো বাধা রইলো না।
বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৩ নম্বর বিধি মোতাবেক মোহনপুর ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মিজানুর রহমান ও ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আতাউর রহমানের গ্রেজেট প্রকাশ করে।
উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল অনুষ্ঠিত হয় ১৬ মার্চ। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। ইউনিয়নের নয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, মোহনপুর ইউনিয়নে অটোরিকশার প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ২২ ভোট।