Home অন্যান্য মো লুৎফর রহমান মোল্লা অসুস্থ বারডেম ভর্তি

মো লুৎফর রহমান মোল্লা অসুস্থ বারডেম ভর্তি

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবসেনা ঐক্যলীগ, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো লুৎফর রহমান মোল্লা। বেস কিছুদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ্য। বৃহস্পতিবার হঠাৎ হৃগরোগে আক্রান্ত হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে বারডেম ভর্তি করা হয়।

মো লুৎফর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক, মুজিবসেনা ঐক্যলীগ, কেন্দ্রীয় কমিটি ।

 

সাবেক দপ্তর সম্পাদক, কুমিল্লা জেলা যুবলীগ ।
image_pdfimage_print