Home খেলাধূলা ম্যারাদোনাকে পেলের শুভেচ্ছা বার্তা

ম্যারাদোনাকে পেলের শুভেচ্ছা বার্তা

38
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাদোনা। নিয়মিত চেকআপের সময় পাকস্থলিতে রক্তপাত ধরা পরে ম্যারাদোনার। শনিবার রাতে অপারেশনের পর বাসায় ফিরেছে ম্যারাদোনা।

আর এই আর্জেন্টাইন কিংবদন্তিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে টুইট করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তী পেলে। এক টুইট বার্তায় জানান , প্রিয় ম্যারদোনা, আমি চাই না বন্ধু তুমি অসুস্থ থাক। আমি প্রার্থনা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠো।

image_pdfimage_print