Home ব্রেকিং যাত্রাবাড়ীতে শিশু শ্রমিক নিহত

যাত্রাবাড়ীতে শিশু শ্রমিক নিহত

33
0
SHARE

রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী এলাকায় একটি ঢেউ টিনের দোকানে টিনের নিচে চাপা পড়ে মনির হোসেন (১৩) নামে কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। মনিরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেসার্স স্বপন এন্টারপ্রাইজ নামের দোকানের মালিক মোঃ ফখরুল ইসলাম জানান, দোকানের টিন সরানোর সময় টিনের বান্ডিল শরীরের ওপর পরলে মনির টিনের নিচে চাপা পরে। গুরুতর আহত হলে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক আব্দুল খান জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মনির ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ফুলকাইচ্চা গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী উওর কুতুবখালী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে মনির ছিলো বড়।

image_pdfimage_print