
রাজধানীর যাত্রাবাড়ী শনিরআঁখড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে এদিন (২ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই বাপ্পি সাফুর বলেন, আমার ভাই ছোট বিভিন্ন অফিসে মালামাল পৌঁছে দিত। গতরাতে পিকআপ ভ্যানের পিছনে বসে বাসায় ফিরছিল। তখন অন্য একটি পিকআপ ভ্যান ওই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে সে গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রামপুরে। বর্তমানে আমার ভাই তার পরিবার নিয়ে মতিঝিলের এজিবি কলোনিতে থাকত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।