Home ব্রেকিং যাত্রাবাড়ীর দনিয়া কলেজে কিশোর অপরাধ নির্মূলে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম করেছে র‌্যাব-১০

যাত্রাবাড়ীর দনিয়া কলেজে কিশোর অপরাধ নির্মূলে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম করেছে র‌্যাব-১০

35
0
SHARE

আশিক সরকার :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। কিশোর অপরাধসহ শিশু ও কিশোরদের নানাবিধ অপরাধ নির্মূলে ছাত্রছাত্রীসহ জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ কিশোর অপরাধসহ শিশু ও কিশোরদের নানাবিধ অপরাধ নির্মূলে ছাত্রছাত্রীসহ জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক নেহাল আহম্মেদ, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মাহ্ফুজুর রহমান, বিপিএম, এ্যাডিশনাল ডিআইজি, ঢাকা মহানগর দক্ষীন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান । এছাড়াও উক্ত সভায় দনিয়া কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীসহ র‌্যাব-১০ এর সকল শ্রেণীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

উক্ত সভায় র‌্যাব-১০ এর অধিনায়ক মহোদয় বর্তমান সময়ে মোবাইলসহ অন্যান্য ডিভাইসের অপব্যবহার করে কিভাবে কিশোরা বিভিন্ন অপরাধের সহিত জড়িয়ে পরবর্তীতে বড় ধরনের অপরাধে সংঘটিত করছে তার বিশাদ আলোচনা করেন এবং র‌্যাব-১০ কতৃক ধৃত বিভিন্ন কিশোর অপরাধীদের উদাহরন দিয়ে ছাত্রছাত্রীদের বোঝানোর চেস্টা করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোর অপরাধ কমানোর জন্য শিশু কিশোরদের বেশী বেশী বই পড়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।

image_pdfimage_print