
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা সাব্বির হোসেন নয়াবাজার এলাকায় সিরাজুদ্দৌলা পার্কে সহশ্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এসময় যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা সাব্বির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পক্ষে প্রতিদিন বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করা হয়।আজ এখানে ও সহশ্রাধিক অসহায় মানুষ পথচারী রিক্সা চালকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি,এরকম খাবার বিতরণ অব্যাহত থাকবে।