Home আইন/আদালত রমজান মাসে নরপশু দের রোষানলের শিকার হলো বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ...

রমজান মাসে নরপশু দের রোষানলের শিকার হলো বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগরের সদস্য মোঃ রাব্বি।

SHARE

আশিক সরকারঃ
গত কাল নিজ বাসা টিটিসি সামনে দুর্বিত্বের অস্ত্রের আঘাতে আহত করে রাব্বি কে। বর্তমানে রাব্বি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই হামলার তিব্র নিন্দা ও ঘৃণা জানাই এবং অপরাধী দের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
ইতিমধ্যে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ (হৃদয়) রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ও,সি, মনিরুল ইসলামের সাথে ফোনে কথা বলে, রাব্বির উপরে হামলা কারিদের দ্রুত গ্রেপ্তার পূর্বক সর্বচ্চ শাস্ত্রীর দাবি জানায়। এবং রাজশাহী মহানগরের মেয়র মহোদয় ও বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী জেলা শাখা ও মহানগর শাখার সকল নেতাকর্মিদের সহায়ওতায় সন্ত্রাসীদের তালিকা সহ তথ্য পুলিশের কাছে চলে এসেছে। এর সঠিক বিচার হবে ইনশাঅাল্লাহ।
তারপরো বলবো এই জগন্যতম অপরাধের বিচার চাই।

image_pdfimage_print