
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদায় মো. শহিদুল্লাহকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়। তিনি এর আগে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগের ডিসি ছিলেন।
শনিবার (৬ আগস্ট) ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
রমনার নতুন ডিসি মো. শহিদুল্লাহ শেরপুরে জন্মগ্রহণ করেন। ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই পুলিশ কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), তেজগাঁও ও উত্তরার বিভাগের ডিসি, এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন।