Home রাজনীতি রাজধানীতে আ. লীগের অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

রাজধানীতে আ. লীগের অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

39
0
SHARE

২০২১-২২ বাজেটকে স্বাগতম জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু এভিনিউয়ে আনন্দ মিছিল করেছে।

জাতীয় সংসদে ‘মানুষের জন্য’ জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

আজ বৃহস্পতিবার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। আর চলতি সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা।

বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। সামগ্রিক ঘাটতি দাঁড়াবে প্রায় ২ লাখ ১২ হাজার কোটি টাকা। মানুষের হাতে টাকার সরবরাহ বাড়াতে সরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতেও বিনিয়োগ টানার চেষ্টা থাকবে বছর জুড়েই। এজন্য বাজেটে মোট উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা ধরা হচেছ। আর মোট অনুন্নয়ন ব্যয় ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ নেয়া হবে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। ব্যাংক ঋণ নেওয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।

image_pdfimage_print