
পরিক্রমা ডেস্ক : অদ্য ০১ জানুয়ারী-২০২৪ সোমবার দিনব্যাপী রাজধানীর হোটেল ওয়েস্টন-এ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় পরিচালক মোঃ সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক কাজী মোঃ মোরতুজা আলী। সভার সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধানগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন।