Home আইন/আদালত রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব- ১০ এর অভিযানে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয়ের...

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব- ১০ এর অভিযানে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ০১ জন গ্রেফতার।

42
0
SHARE

অদ্য ৩০ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন সিলেট্টি বাজার আহসানবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে কম্পিউটারে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইব্রাহিম (২১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি হার্ডডিস্ক, ০১টি কম্পিউটারের সিপিইউ, ০১টি মনিটর, ০১টি কম্পিউটার কী বোর্ড, ০১টি মাউস, ০১টি মেমরী কাড, ০১টি কার্ড রিডার ও ০২টি কার্ড রিডার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয় চক্রের সদস্য। সে বেশ কিছদিন যাবৎ কম্পিউটার ব্যবসার আড়ালে কম্পিউটারে মাধ্যমে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।

গেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

image_pdfimage_print