Home ব্রেকিং আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় যেতে পাঁয়তারা শুরু করেছে : ফখরুল

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় যেতে পাঁয়তারা শুরু করেছে : ফখরুল

101
0
SHARE

আওয়ামী লীগ আবারো ‘জোর করে’ ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আগের মতোই জোর করে প্রশাসনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সমাবেশের আয়োজন করে বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে পরপর দুটো নির্বাচনকে হাস্যকর করে দিয়ে এ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। আবারো ক্ষমতায় যেতে পাঁয়তারা শুরু করেছে।

তিনি বলেন, ডিসির (জেলা প্রশাসক) পরিবর্তন, এসপির (পুলিশ সুপার) পরিবর্তন, পোস্টিং (পদায়ন), প্রশাসনে হাজার হাজার লোককে পদোন্নতি। একটাই উদ্দেশ্য, তারা ভাবছে আগের মতোই আবার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে তারা আবার বৈতরণী পার হবে।

বিএনপি মহাসচিব বলেন, হাইকোর্টে জামিনের জন্য এসেছিলেন সালাউদ্দিন সাহেব (বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ)। কিন্তু বাসায় যেতে পারেননি। রাস্তার মধ্য থেকেই তাকে তুলে নিয়ে গেছে। এসব করে আন্দোলন আটকানো যাবে না।

তিনি আরো বলেন, মিথ্যা মামলা করে, গায়েবি মামলা দিয়ে বন্দুক-পিস্তল দিয়ে গুলি করে, জখম করে, নিহত করে, গুম করে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যাবে না। এ সময় দেশের বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে দায়িত্ব আপনাদের সংবিধান অনুযায়ী দেয়া হয়েছে, সেই কাজ করবেন। অন্যায় আদেশের কাছে মাথা নত করবেন না। জনগণের পক্ষে দাঁড়ান, জনগণ এখন জেগে উঠেছে। এবার জনগণ তার সংগ্রামে, আন্দোলনে জয়ী হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া প্রমুখ।

image_pdfimage_print